Wellcome to National Portal
Main Comtent Skiped

Training

 

প্রশিক্ষণ  পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ইমেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

প্রশিক্ষণ

(ক) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণঃ              সমিতির সদস্যদেরকে কৃষি ভিত্তিক আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডে (আইজিএ) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়। যেমন- মোরগমুরগী পালন, গাভী পালন, গরু মোটাতাজাকরন, ছাগল পালন, হাঁস পালন, নার্সারী, শাকসবজি চাষ, মৎস্য চাষ ইত্যাদি।

i) প্রশিক্ষণ চিঠি

ii) হাজিরা রেজিষ্টার

রেজিষ্ট্রেশন ফি ১০/- টাকা যাতায়াত ও আপ্যায়ন ব্যয় প্রতিষ্ঠান বহন করে

০২-০৩ দিন

ডিডি, ইউডিবিও ও জাতি গঠনমূলক সংস্থার কর্মকর্তাবৃন্দ

 

(খ) প্যারাটেক মৌলিক/আপগ্রেডিং প্রশিক্ষণঃ সমিতি পর্যায়ে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে পিডিবিএফ এর বিভিন্নমুখী সেবা সুবিধা তাদের দোর গোঁড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্যারাটেক তেরী করা হয়েছে। প্রতিবছর নির্বাচিত সদস্যগণকে জেলা পর্যায়ে প্যারাটেক মৌলিক/আপগ্রেডিং প্রশিক্ষণ প্রদান করা হয়। প্যারাটেকগণ বিভিন্ন বিষয়ে প্রাথমিক সমস্যার সমাধান দিয়ে থাকেন। ফলে সমিতির সদস্যগণ বিশেষভাবে উপকৃত হন।

i)প্রশিক্ষণ চিঠি

ii) হাজিরা রেজিষ্টার      

রেজিষ্ট্রেশন ফি ১০/- টাকা যাতায়াত ও আপ্যায়ন ব্যয় প্রতিষ্ঠান বহন করে             

০৩-০৫ দিন

ডিডি, ইউডিবিও ও জাতি গঠনমূলক সংস্থার কর্মকর্তাবৃন্দ i

 

(গ) নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণঃ পিডিবিএফ সমিতির সভানেত্রী ও দলনেতাদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ে ০২ (দুই) দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়।

i)প্রশিক্ষণ চিঠি

ii)হাজিরা রেজিষ্টার

রেজিষ্ট্রেশন ফি ১০/- টাকা যাতায়াত ও আপ্যায়ন ব্যয় প্রতিষ্ঠান বহন করে           

০২-০৩ দিন

ডিডি, ইউডিবিও, জাতি গঠনমূলক সংস্থার কর্মকতা ও স্থানীয় জনপ্রতিনিধি

 

(ঘ) প্রশিক্ষণ ফোরাম/উঠান বৈঠকঃ

সমিতির সকল সদস্যকে সপ্তাহে একবার প্রশিক্ষণ ফোরাম/উঠান বৈঠকের মাধ্যমে বছরের ৫২ সপ্তাহে ৫২ টি বিষয়ের উপরে প্রশিক্ষণ প্রদানের মধ্য দিয়ে প্রায় সকল সদস্যকে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, প্রাথমিক চিকিৎসা, স্যানিটেশন, পরিবেশ, বনায়ন, সঞ্চয় ও ঋণ কার্যক্রম, নারীর আইনগত অধিকার ও ক্ষমতায়ন, জেন্ডার ও সামাজিক সচেতনতা ইত্যাদি বিষয়ে স্বচ্ছ ধারণা প্রদানসহ সচেতনতা সৃষ্টি করা হয়ে থাকে। |

i)সাপ্তাহিক প্রশিক্ষন ফোরাম সহায়িকা ii)হাজিরা রেজিষ্টার      

বিনামূল্যে     

০১ দিন

মাঠ কর্মকর্তা/ মাঠ সংগঠক