Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দুদকে স্থাপিত হটলাইন নম্বর (টোল ফ্রি) ১০৬

দুদকে স্থাপিত হটলাইন নম্বর(টোল ফ্রি) ১০৬

অভিযোগ দায়েরের পদ্ধতি

দুর্নীতি দমন কমিশনের তফশিলভূক্ত অপরাধ সমূহের বিবরণসহ কমিশনের মাননীয় চেয়ারম্যান/ পরিচালক বিভাগীয় কার্যালয়/ উপপরিচালক সমন্বিত জেলা কার্যালয় বরাবর নিম্নবর্ণিত তথ্য সম্বলিত অভিযোগ দাখিল করা যাবে। এছাড়াও দুর্নীতি দমন কমিশনের এ অভিযোগ প্রেরণ করা যাবে। 

 

দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়েরের ছক:

১. অভিযোগের বিবরণ ও সময় কালঃ 
২. অভিযোগের সমর্থনে তথ্য-উপাত্ত এর বিবরণঃ 
৩. অভিযুক্ত ব্যক্তির নাম, পদবী ও ঠিকানাঃ 
৪. অভিযোগকারী (যদি থাকে) নাম ঠিকানা ও টেলিফোন নম্বরসহ অভিযোগ দাখিল করতে পারবে।